ইসকন: ঢাকায় রাধাকান্ত জিউ মন্দিরে কথিত হামলায় আসলে কী ঘটেছে

https://www.bbc.com/bengali/news-60794179

BBC Bangla, 18 March 2022, ১৮ মার্চ ২০২২

ছবির ক্যাপশান: রাধাকান্ত মন্দিরের সীমানা প্রাচীরেরএই অংশটি ভাঙা হয়।

বাংলাদেশে পরােনাে ঢাকার ওয়ারী এলাকায় একটি ইসকন মন্দিরে একদল দস্তুতকারী হামলা চালিয়ে সীমানা প্রাচীরের একটা অংশ ভেঙেছে বলে অভিযােগ পাওয়া গেছে। রাধাকান্ত জিউ ইসকন মন্দি র নামের এই মন্দিরের পুরােহিত অমানি কষ্ণ দাশ অভিযােগ করেছেন, দুস্কৃতকারীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে মন্দিরের সীমানা প্রাচীর ভাঙার সময় প্রতিরােধ করতে গিয়ে পুরােহিতের দু’জন সহকারী আহত হয়েছে।

এই ঘটনার পেছনে জমি নিয়ে বিরােধের কথা বলা হয়েছে। হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, মন্দিরের জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী একটি মহলের সাথে বিরােধ  থেকে এই হামলা হয়েছে। এদিকে স্থানীয় পুলিশ  বলছে, হামলার আভযােগ সাঠক নয়। জামর মালিকানা দাবিদার একটি পক্ষ সেখানে সংস্কার  কাজ করার সময় পুরােনাে দেয়াল ভেঙে পড়েছে।  তবে হামলার অভিযােগ ওঠার পর মন্দিরটিতে পুলিশ মােতায়েন করা হয়েছে।

পুরােনাে ঢাকার ওয়ারী এলাকায় লালমােহন সাহা স্ট্রিটে সাড়ে ১৬ কাঠা জায়গা নিয়ে এই মন্দির। এটি প্রায় দু’শাে বছরের পুরােনাে মন্দির বলে দাবি করছে এ র কর্তৃপক্ষ।তবে মন্দিরটিতে বৃহস্পতিবার আসলে কী ঘটেছে, সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। মন্দিরের পুরােহিত অমানি কৃষ্ণ দাশ বলেন,বৃহস্পতিবার সন্ধ্যার পর শ’দুয়েক লােক এসে মন্দিরের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং মন্দিরের পুরােহিতের দু’জন সদস্য প্রতিরােধ করতে গেলে হামলাকারীরা তাদেরও আক্রমণ করে।

তিনি আরও অভিযােগ করেন, সীমানা প্রাচীর ভাঙার পর হামলাকারীরা মন্দির চত্বরে ঢুকে সেখানে থাকা একটি মূর্তি এবং নির্মাণ কাজের কিছু লােহার রড নিয়ে যায়। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি দল আজ ঘটনাস্থল পরিদর্শন করে মন্দিরটির সীমানা প্রাচীরের একটি অংশ ভাঙা ছাড়া মৃর্তি নেয়া বা লুটপাটের কোন তথ্য পায়নি।

ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ তাদের সংগঠনের ঐ টিমের নেতৃত্বে ছিলেন। তিনি বলেছেন, সেখানে পরিদর্শন করে তারা শুধু দেখতে পেয়েছেন যে মন্দিরটির প্রাচীন জরাজীর্ণ সীমানা দেয়ালের একটা অংশ হামলাকারীরা ভেঙেছে। সে সময় বাধা দিতে গিয়ে পুরােহিতের দু’জন সহকারী আহত হয়েছেন। এছাড়া মন্দিরের ভেতরে হামলাকারীদের অন্য কোন অঘটন ঘটানাের কোন তথ্য তারা পাননি। কেন এ ধরনের ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে অবশ্য সবপক্ষই জমি নিয়ে বিরােধের কথা বলেছে।

ছবির ক্যাপশান: রাধাকান্ত মন্দিরের সীমানা প্রাচীর ভাঙার পরের দৃশ্য।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *