প্রেস বিজ্ঞপ্তি, ১৯ ফেব্রুয়ারি ২০২২। নিউইয়র্ক।
চরমােনাই পীরের গ্রেফতার দাবি
নিউইয়র্কে প্রচন্ড শীত (মাইনাস ১০) ও বৈরী আবহাওয়ার মাঝে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় হিন্দু কোয়ালিশন, ইউএসএ -এর ডাকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সকল বক্তা অবিলম্বে চরমােনাই’র পীরকে ডিজিটাল সিকিউরিটি আইনে ধর্ম অবমাননার অভিযােগে গ্রেফতার করার দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার জুম্মার নামাজের পর ভাষণে চরমােনাইর পীর ও তাঁর সাগরেদরা বাংলাদেশে হিন্দু পুরুষদের ধুতি ও পিতা পড়তে দেয়া হবেনা বলে বক্তব্য রাখেন। তার হিন্দু রমনীদের শাঁখা-সিঁদুর পরে ঘর থেকে বের হতে দেয়া হবেনা বলেও ঘােষণা দেন। সমাবেশে বক্তারা বলেন, এসব বক্তব্য ডিজিটাল সিকিউরিটি আইনে জামিন-অযােগ্য অপরাধ, তাই চরমােনাই পীরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
সমাবেশে বক্তারা চট্টগ্রামে লােকনাথ মন্দিরে সন্ত্রাসী হামলাকারী, সীতাকুন্ডে পেট্রোল দিয়ে ২২টি বাড়ি পুড়িয়ে দেওয়া সন্ত্রাসীদেরও গ্রেফতার করার দাবি জানান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বশ্রী শিতাংশু গুহ, ডা: প্রভাত কুমার দাস, ভজন সরকার, বিষ্ণু গােপ, দীনেশ চন্দ্র মজুমদার, গােবিন্দ বানিয়া, রামদাস ঘরামি, উত্তম সাহা, হীমান রায়, ঝলক রায়, মণি গােপ, বিধান পাল এবং অন্যান্য নেতৃবৃন্দ ।
বার্তা প্রেরক
দীনেশ চন্দ্র মজুমদার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–