সমকাল
জাল দলিলে ১০ কোটি টাকার হিন্দু সম্পাতি দখলের চেষ্টার অভিযােগে
নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ:২০ জুন ২১ নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় একটি হিন্দু। ইং পরিবারের প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ২৭ শতাংশ বাংলাদেশের পশ্চিমবঙ্গের জমি জাল দলিলের মাধ্যমে সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘুদের জন্য দখল চেষ্টার অভিযােগ | উঠেছে। জাহাঙ্গীর মােল্লা বাজেট ২৯০.০৮ বাজেট ৩৬০০ নামে অভিযুক্ত ওই ব্যক্তি একটি শিল্প গ্রুপের পরিচালক কোটি টাকা। কোটি রুপি। ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ। গত শনিবার এ। বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ। সুপার কার্যালয় এবং ফতুল্লা । মডেল থানায় লিখিত অভিযােগ দিয়েছেন। ভুক্তভােগী উত্তম কুমার দাস।। উত্তম কুমার দাস জানান, শহরের জামতলা ধােপাপট্টি এলাকায় ১৯৬২ সালে তার বাবা মৃত লাল মােহনদাস হিন্দু।জমিদারদের কাছ থেকে সাড়ে ২৭। শতাংশ জমি কিনেছিলেন।ওই জমির সব কাগজপত্র তাদের কাছে রয়েছে। বাকি জমি খালি। ১৯৬৮সালের ২৬ নভেম্বর একটি জাল দলিলের মাধ্যমে এ জমি জেসমিন চৌধুরী কিনেছেন।বলে দাবি করে জাহাঙ্গীর মােল্লার কাছে বিক্রি করেন। জেসমিনের দাবি অনুযায়ী, ২৬ নভেম্বর তিনি উত্তমের ভাইদের কাছ থেকে জমি কিনেছেন, জাল দলিলে ১০ অথচ এর দুই দিন পর অর্থাৎ ১৯৬৮ সালের ২৮ নভেম্বর তার বাবা মারা যান। কোটি টাকার হিন্দ বাবার মৃত্যুর আগে ছেলেরা তার জমি বিক্রি করেন কীভাবে। জাল দলিলতৈরি করে জমি দখলের চেষ্টার অভিযােগে উত্তম এবং তার ভাইয়েরা সম্পাও দখল জেসমিনের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া। চেষ্টার অভিযােগ পর্যন্ত ওই জমির ওপর নিষেধাজ্ঞাও জারি করেছেন আদালত। অথচ জেসমিনের কাছ থেকে দলিল করে জাহাঙ্গীর মােল্লা তাদের জমি দখলের চেষ্টা করছেন। যে জমির মালিক জেসমিন চৌধুরী নিজে নন, সেই জমি তিনি কী করে জাহাঙ্গীর মােল্লার কাছে বিক্রি করেন?
পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া লিখিত অভিযােগে উত্তম দাস উল্লেখ করেছেন, কয়েক মাস ধরে লােকজন দিয়ে তাদের জমি দখলের চেষ্টা করছেন জাহাঙ্গীর মােল্লা। তাদের জমির পার্শ্ববর্তী জমি কিনে সেই জমি ভরাট করছেন জাহাঙ্গীর মােল্লা। একইসঙ্গে সীমানা খুঁটি ভেঙে তাদেরজমিও ভরাটের চেষ্টা করছেন। গত ৩ জুন বিকেলে জমি ভরাটে বাধা দিতে গেলে ৩০-৩৫টি মােটরসাইকেলে আসা ৭০-৮০ জন অপরিচিত লােক এসে তাদের প্রাণনাশের হুমকি দেন। হুমকিদাতাদের একজন আব্দুর রহমান জমি ছেড়ে না দিলে দোকানপাট, মন্দির, মন্দিরের প্রতিমা ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হবে চিৎকার করে গেছে।যােগাযােগ করা হলে জমি । মারপ্যাঁচ ভরাটের বিষয়টি স্বীকার। করেন অভিযুক্ত জাহাঙ্গীর মােল্লা। তার দাবি, ওই এলাকার ৮০ শতাংশ জমির মালিক হিন্দু উত্তরাধিকার আইন সংস্কার, তিনি। জমিগুলাে ভরাট করছেন। একই সঙ্গে পাশের। বিরােধপূর্ণ জমিও ভরাট করছেন। তিনি বলেন, ‘আমি বালু ফেলে রাখছি। এখনই। দখল নিচ্ছি না। মামলা চলছে, মামলা নিষ্পত্তি হােক।। আদালত পরে যার পক্ষে রায় দেবেন, জমি সেই পাবেন। তবে উত্তম দাস বলেন,আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় কেউহ ওহ জমিতে কোনাে ধরনের কাজ করতে পারবেন না। সেখানে বালু ফেলে জমি ভরাট করতে আসা আদালত অবমাননা। নারায়ণগঞ্জের পুলিশ সুপার এসপি ইসলাম বলেন, অভিযােগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।