ঝুমন দাস-এর কথা মনে আছে? সুনামগঞ্জের হিন্দু পল্লীর ঝুমন দাস-এর কথা মনে আছে আপনাদের,যে ভন্ড মামুনুল হকে বিরুদ্ধে সামজিক মাধ্যমে সত্যিকথা লিখেছিলেন বলে তাদের পুরাে গ্রামটিতে হামলা চালায় ঘরবাড়ী ভাংচুর করে নারীপুরুষ শিশু কেউ মৌলবাদী গােষ্ঠীর হামলা থেকে রক্ষা পায়নি। ঝুমন দাস ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলায় কারাগারে তার অসহায় পরিবার অমানবিক জীবন। সরকারসহ অনেকেই প্রতিশ্রুতি দিয়ে ছিলেন সংখ্যালঘু এই পরিবার ও গ্রামের ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে কিন্তু বাস্তবে কেউ খবর রাখেনি। অবিলম্বে ঝুমন দাসের মুক্তি চাই। কালেকশনঃ মাসুম ভাই।
গােপালগঞ্জের জেলার কোটালিপাড়ায় মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে হিন্দু পল্লীতে পরিকল্পিত হামলার প্রতি বাদে হিন্দু কোয়ালিশন, আমেরিকার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৩ জুলাই জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। সমাবেশে সভাপতিত্ব করেন দীনেশ মজুমদার, পরিচালনা করেন গােবিন্দ বানিয়া। বক্তব্য রাখেন শিতাংশু গুহ, প্রকাশ গুপ্ত, দীনেশ মজুমদার, গােবিন্দ বানিয়া, লিটন চৌধুরী, মৈ ত্ৰীসার বড়য়া, সুকান্ত দাশ টুটুল ও অন্যান্যরা। বক্তারা বলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ঈদের দিন পরিকল্পিতভাবে হিন্দু পল্লীতে হামলা করা হয়েছে। আবারাে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে এ হামলায় মুসলমানদের আহবান জানানাে হয়। অতীতে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে হিন্দু পল্লীতে হামলার বহু ঘটনা আছে, যার বিচার আজো হয়নি। প্রধানমন্ত্রীর এলাকায় হিন্দুদের ওপর আক্রমন, হিন্দুরা প্রধানমন্ত্রী এলাকায়ও নিরাপদ নয়। এঘটনা প্রমান করে বাংলাদেশের কোথাও হিন্দুরা নিরাপদ নয়। ধন্যবাদ। বার্তা প্রেরক প্রকাশ গুপ্ত।