সংখ্যালঘুদের বাড়িতে হামলা : স্বাধীন মেম্বারসহ ৯৫ আসামি কারাগারে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নােয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও নিখোঁজ ব্যক্তির বর্ণনা ভাঙচুরের ঘটনায় আসামি  ৯৫ জনকে  কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে শাল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাে. আব্দুর রহিমের   আদালতে আসামিরা জামিন আবেদন করলে  আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন এডিশনাল পিপি অ্যাডভােকেট নজরুল ইসলাম।

তিনি বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নােয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। আদালত আজ ৯৫ জন আসামির জামিন নামঞজুর করে কারাগারে পাঠিয়েছেন। প্রসঙ্গত, ফেসবুকে দেওয়া পােস্টকে কেন্দ্র করে গত বছরের ১৭ মার্চ শাল্লার নােয়াগাঁও গ্রামের ৮৮টি হিন্দুবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানাে হয়। এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়। নােয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। অন্য মামলাটি করেন শাল্লা থানার উপ – পরিদর্শক (এসআই) আব্দুল করিম।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *