সনাতন ধর্মের ভগবানকে নিয়ে কটুক্তি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

জুলাই ২৪, ২০২১

 

 ফেসবুকে সনাতন ধর্মের ভগবান-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শনিবার (২৪ জুলাই) বাংলাদেশ হিন্দু যুব পরিষদ-এর সাধারণ সম্পাদক অমিত ভৌমিক শাহবাগ থানায় লিখিত অভিযােগ দায়ের করেন। জিডি নং-১১৬০ তারিখ-২৪/০৭/২০২১।অভিযােগ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন শুক্রবার (২৩ জুলাই) সামাজিক যােগাযােগ মাধ্যম ফেইসবুকে তার ব্যক্তিগত আইডিতে ভগবান-কে নিয়ে কটুক্তিমূলক লেখা পােস্ট করে। সেই পােস্টটি মূহুর্তের মধ্যে ভাইরাল হলে সনাতন ধর্মাবলম্বীরা এর প্রতিবাদ করেন।বাংলাদেশ হিন্দু যুব পরিষদ-এর সাধারণ সম্পাদক অমিত ভৌমিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি, অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পােস্টটি করেছেন। তিনি পােস্টটি করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন। তাই আমরা এর দুষ্টান্তমলক শাস্তি চাই।এদিকে নিজের পােস্টে বিপরীত প্রতিক্রিয়া এবং প্রতিবাদ পেয়ে নিজের ফেইসবুক আইডি থেকে পােস্টটি সড়িয়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, আমি প্রত্যেকটি ধর্মের ব্যাপারে শ্রদ্ধাশীল এবং মনে করি যে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। তবুও অসচেতনভাবে বা অনিচ্ছাকৃতভাবে যদি আমার পােস্টের মাধ্যমে কারাে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থী।

এ বিষয়ে হিন্দু বৌদ্ধ ক্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভােকেট রানা দাশগুপ্তের মতামত জানতে চাইলে তিনি ভয়েস অফ এশিয়াকে বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একজন দায়িত্বশীল শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনভাবেই কাম্য নয়। আমরা আগামীকাল গণমাধ্যমে একটা বিবৃতি দেবাে সাথে ঢাবির ভিসি মহােদয়ের কাছে স্মারকলিপি পেশ করবাে।বাংলাদেশ শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক ডক্টর অরুন গােস্বামী বলেন, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। মুজিব জন্মশত বার্ষিকীতে এ ধরনের ধর্মীয় উস্কানুিলক আচরণ কোনভাবেই মেনে নেয়া যায়না। তিনি নৈতিকভাবে শিক্ষক পদকে কলংকিত করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদালয়ের শৃংখলা বিরােধী কাজ করেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার ভয়েস অফ এশিয়াকে বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযােগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। https://voiceofasiabd.net/%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%97%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f/

                                                                      বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের বিবৃতি

                                                      ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ফেসবুকে নৈতিক স্খলনজনিত ও ধর্মীয়

                                                                          অবমাননামূলক পােস্টের প্রতিবাদ।

                                                                       

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমানকার্জনকর্তৃক নৈতিক খুলনজনিত ও ধর্মীয় অবমাননামূলক পােস্টের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আয়য়ক অধ্যাপক অরুণকুমার গােস্বামী, মুন্ম আয়ক চলনসৱকার এবং সদস্য সচিব রঞ্জিতকুমাত্র নাথ এক যৌষবিবৃতিতে বলেন, জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চলমান থাকাকালে মুক্তিযুদ্ধের চেতনার ধাৱকচাকাবিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিবিনষ্টকারী একটি ফেইসবুক পােস্ট সম্পর্কে আমরা আমাদের ক্ষোভ, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করছি। চাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপকশখ হাফিজুর রহমান কার্জন গত ২২ জুলাই ২০২১ তারিখে তার ফেইসবুক টাইমলাইনে লিখেন,
একবাৱভগবানজুন মাসের দুপুরে পৃথিবীতে এলেন, এই ভয়াবহ গরমে চলতে চলতে খুবই তেষ্টায় গলা শুকিয়ে আসতে লাগলােতৱি। সামনে একডান দুধ ওকালা দেখে তিনি দুধ খেতে চাইলেন, দুধ ওয়ালাভগবানকে বললাে, আসে যাও এখানে বিনা পয়সায় দুধ পাওয়া যায়না।ভগবানকিছুআগের দিকে এগুতেই দেখলেন একটাযাত্ৰীৰ দল নাচতে নাচতেআসছে ভগবান বর পক্ষের একজনকে একটুতৃষ্ণা মিটানাের কিছু চাইতেই লােকটি বললাে-মদ আছে । যত খুশী মদ খাওয়ার যাও, নাচো দুর্তিক। ভগবান মদ্যপান করে তাঁৱতৃষ্ণা নিবারণ করেন, এবং খুবই খুশী হলেন। তারপরে খুশি খুশি মুখে ঢুলুচোখে দুধওয়ালাকে অভিশাপ দিলেন তােকে দুধ বিক্রি করতে ঘরে ঘরে মুৱতে হবে। আর মদ ওয়ালাকে আশীর্বাদ দিলেন, তোমাকে ঘরে ঘরে মুৱতে হবে না, উল্টো তােমাকে সবাই যোজকৱৰে। সেই থেকেই। কয়েকটি হাসিৱৰিআতে ইমােজি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এই প্রতিষ্ঠানেৱ সঙ্গে যুক্ত ছাত্র-শিক্ষক, গ্রাজুয়েট, অভিভাবকসহ দেশের আপামর জনসাধারনের মনে এটি একটি গৱেৱনাম৷ দেশের মানুষ এখনাে এই প্রতিষ্ঠান ও এর সম্মানিত হলেও এরকম একটি কুরুচিপা সাম্প্রদায়িকউকানিমূলক ও ধমীয় অবমাননাকর ফেসবুক পােস্ট করে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তিতেকালিমা লেপনকৱেছেন।
বাংলাদেশ শিক্ষক ঐ পরিষ শেখ মফিজুর রহমান কার্জনের এই ধর্মীয় অবমাননা ও বিশ্বব্যাপী সনাতন ধর্মীয় জনগােষ্ঠীর ধর্মীয় চেতনায় আঘাত,বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনায় আঘাত এবং এর মাধ্যমে সারা বিশ্বের কাছে বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ঢাকাবিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিনষ্টের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ।
এমতাবস্থায়, বাঙালি জাতির গর্বের ঠিকানা চাকাবিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদা এবং চিরকালীন অসাম্প্রদায়িক চৱিত্ৰৱক্ষার স্বার্থে অধ্যাপক শেখঘফিজুর রহমান কার্জনের এপনাক্কারজনক। প্রাতিষ্ঠানিক শঙ্খলা বিরােধী ও নৈতিক খুলনজনিতঅপাষ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মােতাবেক যথাযথশাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অনুরােধ করেছেন।
বার্তা প্রেরক
যগ্ম আহ্বায়ক
বাংলাদেশ শিক্ষক, ঐক্য পরিষ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *