আবার   ঢাকার  ইসকন মন্দিরে হামলা ! ভেঙে ফেলা হল প্রাচীর ,  আহত বহু ভক্ত                                

https://prothom kolkata.com/175566/dhaka iskcon-temple-attacked-again-the-wall-was broken-many-fans-were-injured/

 | প্রথম কলকাতা || গত বছরের দূর্গা পুজোর সময় বাংলাদেশে যে পরিস্থিতি ছিল তা হয়ত এখনাে পর্যন্ত কিছু জায়গায় দগদগে রয়েছে। সােশ্যাল  মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল পুজো মণ্ডপ, মন্দির  ভাঙার নানান ভিডিও থেকে ছবি। এমনকি রাস্তায় ফেলে সাধারণ মানুষকে বেধড়কভাবে মারা হয়েছিল। আবারাে সেই ঘটনার একছত্র উঠে আসলাে। বৃহস্পতিবার ঢাকার ওয়ারীতে ২২২ লালমােহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকন রাধাকান্ত মন্দিরে হামলা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাংচুর ও লুটপাটের অভিযােগের ভিত্তিতে অপরাধের সাথে যুক্ত রয়েছেন প্রায় ২০০ জনেরও বেশি লােক। হামলায় সুমন্ত্র চন্দ্র শ্রাবণ, নীহার হালদার, রাজীব ভদ্রসহ বহু মানুষ আহত হয়েছেন বলে অভিযােগ রয়েছে।

গত বছর বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ার দীঘি হ্রদের কাছে একটি দুর্গা পুজো প্যান্ডেলে কোরান অবমাননা করা হয়েছে বলে সােশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার পর সহিংসতার কারণে কমপক্ষে তিনজন নিহত হয়। পাশাপাশি বহু মানুষের উপর অত্যাচার চলে , শুধু তাই নয় ঘর ছেড়ে পালাতে  হয়েছিল অনেক জনকে। এর আগে ঢাকার টিপু সুলতান রােড ও চট্টগ্রামের কোতােয়ালিতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। মন্দির  কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, হামলাকারী জনতার  নেতৃত্বে ছিলেন হাজী শফিউল্লাহ। তিনি নাকি  একজন ভূমিদস্যু।

এর আগেও মন্দিরের জায়গা দখল করেছেন। ঘটনার  সন্ধ্যায় হামলাকারীরা মন্দিরের সীমানার একটি  প্রাচীর ভেঙে ফেলেন। জানা যায় দীর্ঘদিন ধরেই নাকি  মন্দিরের কিছু অংশ নিয়ে বিরােধ চলছিল স্থানীয়দের  সাথে। এর মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা। হামলা চালায় এমনটাই দাবি করেছেন মন্দির  কর্তৃপক্ষ। হামলায় আহত হয়েছেন মন্দিরে  কয়েকজন ভক্ত৷ ইতিমধ্যেই ওয়ারী থানার পক্ষ  থেকে মন্দির এলাকায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা  হয়েছে। এখন পর্যন্ত অভিযুক্ত বা পুলিশের তরফ  থেকে কোনাে মন্তব্য পাওয়া যায়নি। তবে জানা যায়  ইসকন মন্দির কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে মামলা  দায়ের করতে প্রস্তুতি নিচ্ছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *