“গর্বের সাথে বল, আমি হিন্দু”
এই ছেলেটার নাম আশীষ ভট্টাচার্য। বাড়ি বাংলাদেশের সিলেটে। বয়স ১৬ বছর। ছেলেটি ফেসবুকে একটি পােষ্ট লিখেছিল, “গর্বের সাথে বল, আমি হিন্দু”। আর এতেই তার ফ্রেন্ডলিস্টে থাকা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে যায়! তাদের দাবি, ৯০ শতাংশ মুসলমানের দেশে বাস করে হিন্দু পরিচয় নিয়ে গর্ব করা যাবেনা! ছেলেটির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। বাংলাদেশের আদালত মামলাটি গ্রহণ করে। যেহেত ছেলেটির বয়স মাত্র ১৬ বছর তাই তাকে কিশাের সংশােধনাগারে পাঠানাে হয়েছে এবং ছেলেটির বাবাকে কারাগারে পাঠানাে হয়েছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন অনেকাংশে ব্লাসফেমির অনুরূপ। এই আইনে (ইসলাম) ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তি ১০ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা।নবীগঞ্জে ধর্ম নিয়ে কটাক্ষ করায় হিন্দু যুবকের কারাদণ্ড
প্রকাশ : ৩০ মার্চ ২০২১,১৪:৫৮
আবারাে ফেসবুকে পােস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযােগে নবীগঞ্জে অর্পণ সত্রধর (২৪) নামের এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। সােমবার রাতে তাকে স্থানীয়দের সহায়তায় আটক করে থানা পুলিশ। পরে আজ মঙ্গলবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ স্বাধীনতার চিত্র আদালত। সাজাপ্রাপ্ত অর্পণ সুত্রধর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের অরুন সুত্রধরের ছেলে।