ফেসবুক পােস্টে ‘ধর্মানুভূতিতে’ আঘাত, খুলনায় উত্তেজনা 

https://bangla.dhakatribune.com/bangladesh/2022/03/20/164779105 3211#::text=%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0 %A6%A4%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6 %A4%20%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%20%E0% A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9 C%E0%A6%A8%E0%A5%A4

ফেসবুক পােস্টে ধর্মানুভূতিতে আঘাত, খুলনায় উত্তেজনা স্থানীয় একটি সূত্র জানিয়েছে, যে ব্যক্তির বিরুদ্ধে মুসল্লিরা অভিযােগ তুলেছেন তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশােনা করছেন। তিনি ফেসবুক ব্যবহার করতে জানেন না

মাে. হেদায়েৎ হোসেন, খুলনা, প্রকাশিত: মাচ ২০, ২০২২: সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকের  একটি পােস্টকে কেন্দ্র করে খুলনার রূপসায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় মুসল্লিদের মধ্যে  উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণ করে। 

 শনিবার (১৯ মার্চ) দুপুরের দিকে রূপসার রাজাপুর ও বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, এ ঘটনায় বেশ কয়েকজনকে থানায়  নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে  তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি রাজাপুর পােড়া মাঠ এলাকার বাসিন্দা নারায়ন সাহা” নামে একটি  ফেসবুক আইডি থেকে একটি পােস্ট করা হয়। ওই পােস্টে “ধর্মানুভূতিতে আঘাত ”  করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে শনিবার জোহর নামাজের পর  স্থানীয় রাজাপুর মসজিদের মুসল্লিরা জড়াে হয়ে ক্ষোভে ফেটে পড়েন।

 বিক্ষুব্ধদের দাবি, বিতর্কিত পােস্টটি যে আইডি থেকে  দেওয়া হয়েছে সেটির মালিক রাজাপুর এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী নারায়ণ সাহা। ফেসবুকে তিনি  মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

 বিষয়টি মুহূর্তের মধ্যে জানাজানি হলে মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। দেখতে দেখতে রাজাপুরে নারায়ণ সাহার বাড়ির সামনে লােকজন জড়াে হয়  এবং তাকে আটক করে শাস্তির দাবি ওঠে। স্থানীয়   ইমাম এবং ধর্মীয় নেতারা দোষী ব্যক্তির কঠোর শাস্তি দাবি  জানায়।

খবর পেয়ে স্থানীয় আইচগাতি ফাঁড়ি পুলিশঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি   নিয়ন্ত্রণ করে।ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মােতায়েন করা হয়েছে।

 খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) মাে. সাজ্জাদ হােসেন,ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পুলিশ সুপার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনার পর ব্যবসায়ী নারায়ণ সাহাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

 স্থানীয় রাজাপুর ইউপির সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান মিন্টু বলেন, ধর্মের অনুভূতিতে আঘাতের ঘটনা শােনার পর স্থানীয় মুসল্লিরা উত্তেজিত হন। বিষয়টি তারা পুলিশকে জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন। স্থানীয় আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ঘটনাস্থলে গিয়ে মুসল্লিদের  শান্ত হওয়ার অনুরােধ জানিয়ে বলেন, নারায়ণ সাহার আইডি থেকেই এ ধরনের পােস্ট দেওয়া হলে তার কঠোর শাস্তি হতে হবে। পুলিশকে প্রকৃত ঘটনা আগে বের করতে হবে। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার  মােশাররফ হােসেন জানান, প্রকৃত ঘটনা উদঘাটন ও অভিযুক্তকে শনাক্ত করতে তদন্ত চলছে। নারায়ণ সাহাসহ বেশ কয়েকজনকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। স্থানীয় একটি সূত্রের দাবি, নারায়ণ সাহা তৃতীয় শ্রেণি পর্যন্ত  পড়াশােনা করছেন। তিনি ফেসবুক ব্যবহার করতে জানেন না। কেউতার নামে ফেসবুকে আইডি খুলে এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টির সঠিক তদন্ত হওয়া প্রয়ােজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *