বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে টাইমস স্কয়ারে

হরিনাম সংকীর্তন এবং সমাবেশ

যুক্তরাস্ট্র হিন্দু কোয়ালিশনের আয়োজনে প্রথমবারের মত নিঊইয়র্কের টাইম স্কোয়ারে ৩রা সেপ্টেম্বর ২০২১ বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে গন সংকীর্তন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। হিন্দু কোয়ালিশন ইঊএসএ দীর্ঘদিন ধরে বাংলাদেশের মাইনরিটিদের অধিকার আদায়ে বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন করে আসছে। প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে ‘হরিনাম সংকীর্তনের মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ’ সফলভাবে সম্পন্ন হয়। 

গন-সংকীর্তন ও প্রতিবাদ সমাবেশে নিঊইয়র্কের নিম্নলিখিত মানবাধিকার সংঘটন ও মন্দির অংশ গ্রহন করে: যুক্তরাস্ট্র হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, ফেন্ডস অফ বিজেপি, মহামায়া মন্দির, শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ, শ্রী কৃষ্ণ ভক্তসংঘ (ব্রঙ্কস), রাধামাধব মন্দির,  গৌরনিতাই মন্দির, ব্রঙ্কস পূজা কমিটি, নিঊইয়র্ক বুড্ডিস্ট টেম্পল, পুজা ঊৎযাপন পরিষদ, গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশন এবং অন্যান্য। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সর্বশ্রী শীতাংশু গুহ,, নিতাই বাগচী, গোবিন্দ বানিয়া, দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত, দীপক দাশ, সুকান্ত দাশ টুটুল, রনবীর বড়ুয়া, ডা: প্রভাত দাস, আশীষ ভৌমিক, রমেশ নাথ, দ্বীজেন ভট্টাচার্য,, গীতাপাঠক দেবাশীষ দেবনাথ, সবিতা দাস, সুশীল সিংহা, সুশীল সাহা, প্রদীপ কুন্ড, প্রদীপ ভট্টাচার্য, বিষ্ণু গোপ, রন্জিত সাহা প্রসিডেন্ট মহামায়া মন্দির, রুমা ভৌমিক, সাবিত্রী সাহা, কুমার বাবুল সাহা, বিশ্বজিৎ চক্রবর্তী, তরুন সাহা, তপন সেন প্রমুখ। 

সমাবেশে উপস্থিত জনতা ‘সেভ হিন্দুজ ইন বাংলাদেশ’; ‘স্টপ টেম্পল এন্ড ডেইটী ডেস্ট্রাকশন’; ‘স্টপ ফোর্সফুল কনভেশন টু ইসলাম’; ‘ফ্রী ঝুওমন দাস’-সহ রামু, নাসিরনগর থেকে বিভিন্ন সময়ে সংখ্যালঘু নির্যাতনের প্ল্যাকার্ড বহন করেন। বিভিন্ন বক্তা খন্ড খন্ড সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সন্ত্রাস, মন্দির ভাঙ্গচুর, ঘরবাড়ীতে হামলা, ডিজিটাল এ্যাক্টের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর অনবরত নির্যাতন করা হচ্ছে। তারা ঝুমন দাস-সহ ডিজিটাল সিকিউরিটি আইনে আটক সকল সংখ্যালঘুদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান। সমাবেশ থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। তাঁরা সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *