এবার ভেঙে দেওয়া হলাে ৫০টি সরস্বতী প্রতিমা, এই বর্বরতার শেষ কোথায়?????

রাতের আঁধারে নির্মাণাধীন ৫০ টি সরস্বতী প্রতিমা এবং ৪টি কালী প্রতিমা ভাঙচুর করা হয়েছে।বর্বরােচিত এই ঘটনাটি ঘটেছেসাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের প্রতিমা শিল্পী রঞ্জন কুমার কুমার পালের কারখানায় সােমবার রাতের কোন এক সময়ে। আগরদাঁড়ি গ্রামের মত পরমেশ্বর পালের ছেলে রঞ্জন কুমার পাল বিগত ৪২ বছর যাবৎ নিজের বাড়িতে প্রাতমা শিল্পীর কাজ করে আসছেন। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গত পরশু সােমবার রাত ৯টার দিকে প্রতিমা কারিগর রঞ্জন কুমার পাল সরস্বতী প্রতিমা তৈরির কাজ শেষ করে বাড়িতে চলে যান। উনার  কারখানায় ৫০টি নির্মানাধীন সরস্বতী প্রতিমা এবং গতকালঙ্গলবার রাতে পুজার জন্য।সম্পূর্ণ প্রস্তুতকৃত চারটি কালী প্রতিমা ছিল। কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে তিনি কারখানায় গিয়ে সমস্ত প্রতিমা ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। এই ঘটনায় রঞ্জন কুমার পাল -বাদি হয়ে গতকাল মঙ্গলবার =দুপুরে থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। শেষ খবর পাওয়াপর্যন্ত এখনাে কাউকে গ্রেপ্তার

মনের মধ্যে তীব্র ক্ষোভ নিয়ে এই  ঘটনার নিন্দা এবং প্রতিবাদ  জানাচ্ছি। কিছুদিন আগে । চট্রগ্রামের বােয়ালখালীতে বাসুদেব । পালের ৩৫ টি সরস্বতী প্রতিমাভাঙচুরের ঘটনা ঘটে, পরবর্তীতে section 282) 291) and 31S) of সাতক্ষীরার এই ৫০ টি সরস্বতী   এবং ৪ টি কালী প্রতিমা  প্রতিমা  ভাঙচরের ঘটনায় কি এটাই and   প্রতীয়মান হচ্ছেনা, কোন একটি । বাংলাদেশে সরস্বতা পূজা বন্ধের পাঁয়তারা করছে????  হে রাষ্ট্র, দয়া করে তৎপর হােন, আমরা এবারের শারদীয়  দুর্গাপূজার ঘটনার পুনরাবত্তি দেখতে চাইনা। এইসব ঘটনায়   জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হােক।

নিলয় চক্রবর্তী। ২৬ শে জানুয়ারি 2022

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *