জগন্নাথ হল অ্যালামনাই এসােসিয়শন (ঢা. বি)-এর একুশের শ্রদ্ধার্ঘ্য।
বাংলাদেশে একুশের প্রথম প্রহরের সাথে সংগতি রেখে মহান ভাষা আন্দোলনের শহীদের স্মরণে জগন্নাথ হল অ্যালামনাই এসােসিয়শন (ঢা.বি), ইউ এস এ ইনক ২০ শে ফেব্রুয়ারী দুপুর ১.০১ মিনিটে (নিউ ইয়র্ক oাহম) জাতি সংঘের সামনে একুশের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। পরিচালনা পর্ষদের মেম্বার সেক্রেটারি বিদ্যুৎ সরকারের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিতাংশু গুহ, ডিরেক্টর শ্রী দ্বীজেন ভট্টচার্য, ডিরেক্টর শিব শংকর শর্মা, ডিরেক্টর শ্রী রূপ কুমার ভৌমিক, সহ সভাপতি শ্রী পরেশ শর্মা, সাংগাঠনিক সম্পাদক শ্রী শিবু পােদ্দার, সাংস্কৃতিক সম্পাদক শ্রী প্রদীপ কুনড়, ইমিগ্রেশন সম্পাদক শ্রী হরি গােপাল বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত দাস টুটুল এবং সাধারন সম্পাদক শ্রী সুশীল সিনহা।
সুশীল সিনহা , সাধারন সম্পাদক
জগন্নাথ হল এলামনাই এসােসিয়শন (ঢা.বি), ইউ এস এ ইনক।
বঙ্গভাষা কবি : মাইকেল মধুসূদন দত্ত
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;
তা সবে, (অবােধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লােভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি; –
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে –
“ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তাের আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে |