Abu Hozza: আমি একজন অসাম্প্রদায়িক মুসলমান।                                                                                                     july 11,2019

জঙ্গিবাদ আমার পছন্দ নয়, কিন্তু আজানের সময় পুজো মন্ডপের মাইকটা কিন্তু বন্ধ করতে হবে। পুজো মন্ডপে মন্ত্র পাঠের জন্য মসজিদের মাইক কিন্তু বন্ধ হবেনা।
আমি খুবই সাম্যের প্রচার করি, কিন্তু যেকোন অনুষ্ঠানের শুরুতে কোরআর তেলায়াত দিয়েই শুরু হতে হবে, গীতা পাঠ হবে তার পর। গীতা পাঠ আগে আর কুরআন তেলায়াত পরে – তা কিন্তু আমি মানবো না‌।
আমি খুব অসাম্প্রদায়িকতার চর্চা করি, কিন্তু সংবিধানের আগে বিসমিল্লাহির রহমানের রহিম লেখাটি সঙ্গত হয়েছে বলেই মনে করি। আর কেউ যদি তা তুলে দেওয়ার কথা বলে, তাহলে আমার দৃষ্টিতে সে হল একজন ঘৃণিত ব্যক্তি।

আমি খুবই উচ্চশ্রেণীর পন্ডিত, সেই কারণে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকা উচিত বলে মনে করি। কারণ আমার অকাট্য যুক্তি হল , রাষ্ট্রের রাষ্ট্র ভাষা থাকলে রাষ্ট্রের রাষ্ট্র ধর্ম থাকবে না কেন ? আমার জ্ঞান বুদ্ধির বহর এতটাই উচ্চ মার্গের যে, ভাষা আর ধর্মের মধ্যে আমি পার্থক্য করতে অক্ষম ।

আমি এমন একজন মুসলমান, যার বিবেক বিবেচনার প্রভূত সুনাম-সুখ্যাতি বিদ্যমান – সেই কারণে নিজের দেশে মন্দির ভাঙ্গা আর সংখ্যালঘুর ভিটা-মাটি দখল করে নেয়ার খবর আমি রাখতে পারিনে, অথচ প্রতিবেশি ভারতে কোথাও একবার গরু নিয়ে কেলেঙ্কারি বাধলেই আমার মাথা খারাপ হওয়ার যোগার হয় ।
আমার এহেন বুদ্ধি বিবেক খুব আধুনিক এবং এই পৃথীবির জন্য অতীব মঙ্গল জনক বলে মনে করি। আমার সম্পর্কে আপনারা কি মনে করেন? আপনাদের মতামতটাই বা কি?Abu Hozza

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *