খুলনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, আটক ১,
খুলনা ব্যুরাে, প্রকাশনার সময়:১৯ মার্চ ২০২২, https://www.nayashatabdi.com/country/51442 খুলনায় সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করে দেওয়া একটি পােষ্টকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শনিবার (১৯ মার্চ) দুপুরের দিকে রূপসা উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) মাে. সাজ্জাদ হােসেন, মুসল্লিসহ ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদে বিক্ষোভ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান করলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে বলে বাবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা অভিযােগ করেন বিক্ষোভকারীরা।
এদিকে, নারায়ন সাহা যে ফেসবুক আইডি থেকে ধর্মের অনুভূতিতে আঘাত করে পােষ্ট করা হয়, সেই নারায়ন সাহাকে পুলিশ হেফাজতে নিয়েছে। জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বিষয়টি নিয়ে সলমানদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা উপজেলার রাজাপুর পােড়া মাঠ এলাকার বাসিন্দা নারায়ন সাহার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করে একটি পােষ্ট করা হয়। এ বিষয়টি প্রচার হলে শনিবার জোহরের নামাজের পর স্থানীয় রাজাপুর মসজিদের মুসল্লিরা জড়াে হয়ে বিক্ষোভ শুরু করে। এ খবর পেয়ে স্থানীয় আইচগাতি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে মুসল্লিদের ওপর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে। এতে আলী হােসেন সরদার (৬৫) নামে এক বৃদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। এতে মুসল্লিরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা স্থানীয় ভ্রাতৃযুব সংঘ’ নামক একটি ক্লাবের সামনে জড়াে হয়ে বিক্ষোভ করেন।আরাে খবর
স্থানীয় রাজাপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী জনায়েদ আহমদসহ স্থানীয় কয়েকটি মসজিদের ইমাম ও ইমাম পরিষদের নেতারাও এ সময় প্রশাসনের কাছে দোষী ব্যক্তির কঠোর শাস্তি দাবি করে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দেন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মুন্সিগঞ্জ সদরের বিনােদপুর রামকুমার উচ্চ মােতায়েন করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান মিন্টু বলেন, ধর্মের অনুভূতিতে আঘাতের ঘটনা শােনার পর স্থানীয় মুসল্লিরা উত্তেজিত হন। বিষয়টি তারা পুলিশকে অবহিত করেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।
আরাে খবর
আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মসল্লিদের শান্ত হতে অনরােধ জানান। তিনি বলেন নারায়ন সাহা’র আইডি থেকেই যদি এ ধরণের পােষ্ট দেওয়া হয়, তাহলে তার কঠোর শাস্তি দাবি করেন। জেলা পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, ফেসবুক আইডি’র ব্যক্তি নারায়ন সাহাকে হেফাজতে নেয়া হয়েছে। তবে, এই নারায়ন সাহা’র পক্ষে এ ধরণের পােষ্ট দেওয়া সম্ভব না। তিনি বলেন, এ ধরণের পােষ্ট দিয়ে একটি কুচক্রি মহল আমাদের বােকা বানানাের চেষ্টা করছে এবং হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহায়তায় তদন্ত চলছে। এ বিষয়ে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে সকলকে শান্ত থাকার পরামর্শ দেন তিনি।
অভিযুক্ত নারায়ণ সাহা পুলিশ হেফাজতেঃ এসপি। এসপি। আরও জানিয়েছেন নারায়ণ সাহার আইডি দিয়ে অন্য কেউ উস্কানিমূলক পােস্ট দিয়েছে। তদন্ত চলছে। সবাইকে শান্ত। থাকার জন্য আহবান জানিয়েছেন তিনি।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় রূপসার রাজাপুরে। উত্তেজনা, দয়া করে কেউ উস্কানিমূলক মন্তব্য করবেন না। প্রশাসন বিষয়টি নিরসনের চেষ্টা করছে। সবাই শান্তিপূর্ণ। পরিবেশ বজায় রাখুন… সরাসরি।
সবার প্রথম শিরােনাম
মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদরের বিনােদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে ধর্ম অবমাননার অভিযােগ উঠেছে এক গণিত শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর উপজেলার বিনােদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক হৃদয় মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃত শিক্ষক হৃদয় মন্ডল বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের শিক্ষক। তার বাড়ি সিরাজদিখানের চিত্রকোট এলাকায়।
https://lm.facebook.com/lphpu=https%3A%2F%2Fwww.jamuna.tv%2Fnews%2F331564&h=AT3uWFWs0t07NcSd55pIy7JzCY6ElE4DpJ6W210SE6CXFbz3OedjHVbRhCeGUWqFZRcYGOm8c36ukMxQjEp 4MxYIkiOBjpIWFe4RqfuJ6j-kKcb7m_1jiA3KOwlw-aRCAf