ফেসবুক মেসেঞ্জারে মহানবীকে কটুক্তি, বিশ্ববিদ্যালয়   শিক্ষার্থী গ্রেপ্তার                                                      প্রকাশিত: অপরাহ্ণ, ২১ মে ২০২১

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে পাঠানাের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে দায়ের করা মামলায় সৌরভ দত্ত(28)নামে গ্রেপ্তার করে পুলিশ |শুক্রবার (২১ মে) দুপুরে ময়মনসিংহ কিশােরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশােরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিশােরগঞ্জ পুলিশ সুপার মাে. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনা পাকুন্দিয়া থানার   অফিসার ইনচার্জ (ওসি) মাে. সারােয়ার জাহান এই অভিযানে নেতৃত্ব দেন।  গ্রেপ্তার হওয়া সৌরভ দত্ত পাকুন্দিয়া উপজেলার হােসেন্দী পূর্বপাড়ার সুখরঞ্জন দত্তের ছেলে। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ফেসবুক মেসেঞ্জারে আশুলিয়া শাখার নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের  শিক্ষার্থী। 

পুলিশ জানায়, বুধবার (১৯ মে) রাতে সৌরভ দত্ত নিজের ফেসবুক আইডি থেকে তার এক বন্ধুকে মেসেঞ্জারে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য পাঠান। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে  এলাকায় উত্তেজনা দেয়। এ পরিস্থিতিতে সৌরভ দত্ত গাঢাকা দেয়। ২০২১

বিষয়টি পুলিশ সুপার মাে. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নজরে এলে তিনি পাকুন্দিয়া থানার ওসি মাে. সারােয়ার জাহানকে এ ব্যাপারে প্রয়ােজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ ঘটনায় শুক্রবার (২১ মে) স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল কবির আলমগীর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সৌরভ দত্তকে আসামি করে মামলা (নং-২২) দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে সৌরভ দত্তকে ধরতে ওসি মাে. সারােয়ার জাহানের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সৌরভ দত্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার (২১ মে) দুপুরে ময়মনসিংহ কিশােরগভৈরব মহাসড়কের কিশােরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি মাে. সারােয়ার জাহান জানান, আসামি সৌরভ দত্ত পালিয়ে টাঙ্গাইল চলে গিয়েছিল। পরে ময়মনসিংহ হয়ে সে চট্টগ্রামে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে কিশােরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওসি মাে. সারােয়ার জাহান জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *