বঙ্গবন্ধুর জন্মদিনে
ওয়ারীতে মন্দির আক্রমন।
শিতাংশু গুহ, ১৮ই মার্চ ২০২২, নিউইয়র্ক৷৷ হােলি বা দোল রং-এর উৎসব। কবি গেয়েছেন, রাঙ্গিয়ে দিয়ে যাও–যাওগে এবার যাবার আগে -‘ ৷ ঢাকায় হােলি ছিলাে ১৮ই মার্চ ২০২২। আগের দিন ১৭ই মার্চ ওয়ারী ইস্কন মন্দিরে তৌহিদী জনতার আক্রমণে হিন্দুরা আহত হয়, তাই সেখানে দোল পূর্ণিমা উৎসবে কিছুটা ভাটা ছিলাে। কেউ কেউ বলেছেন, ‘রক্তাক্ত হােলি’। যেমনটা গত বছর দুর্গাপূজায় বলা হয়েছিলাে, রক্তাক্ত শারদ ‘।
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু ‘র জন্মদিন। তৌহিদী জনতা ওয়ারী মন্দির আক্রমণে এ দিনটি কেন বেছে নিলাে কে-জানে? গত বছর ১৭ই মার্চ (২০২১) সুনামগঞ্জের শাল্লায় তৌহিদী জনতা হিন্দু পল্লীতে ভয়াবহ আক্রমন করেছিলাে। এবার ১৮ই মার্চ, শবেবরাত, সৌভাগ্য রজনী। তৌহিদী জনতা’র ভাগ্য ফেরাতে কি এ আক্রমণ? হিন্দু নির্যাতন বাংলাদেশে নিত্য-নৈমত্যিক ঘটনা হলেও এক বছরে ৩টি বড় হামলা কি বার্তা দিচ্ছে?
প্রশাসন কি বলবেন? ঢাকা থেকে জানলাম, ওয়ারীর ঘটনায় স্থানীয় থানা মামলা নিতে চায়নি, তাই ওপরে ধর্ণা দিতে হয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন এলেই কেবল মামলা নেয়া হয়। কলকাতার আরামবাগ টিভি ভাংচুরের কিছুটা দৃশ্য দেখিয়ে, একজন ইস্কন প্রভুর বক্তব্য প্রকাশ করেছে। প্রভুর কথায় স্পষ্ট যে, পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, ওঁরা কথা শুনছে না! কি চমৎকার, তাইনা?
সরকারি মহলের বক্তব্য হচ্ছে, এটি জমি নিয়ে বিবাদের ফল। এঁরা বুঝতে চান না যে, বিবাদ মেটানাের জন্যে আদালত, সালিস আছে, ২শ’ লােক নিয়ে আক্রমন ‘সন্ত্রাসী কর্মকান্ড’- এটি রােধ করা সরকারের দায়িত্ব। মন্দিরের সম্পত্তি দেবােত্তর-কেউ চোরা পথে তাবিক্ৰী বা ক্রয় করলে মালিকানা হয়না। বাংলাদেশে জোরপূর্বক মন্দিরের সম্পত্তি দখলের অসংখ্য ঘটনা আছে। এসব ঘটনা সাম্প্রদায়িক দোষে দুষ্ট?
ওয়ারীতে ইস্কন মন্দিরটি রাষ্ট্রপতি ভবন বা বঙ্গভবন থেকে বেশি দূরে নয়। এ ঘটনা দেশীয় মিডিয়ায় তেমন প্রচারিত না হওয়ায় কিছুটা ক্ষোভ আছে। ধারণা করি, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশে মিডিয়া জগৎ বন্ধ ছিলাে? তবে ভারতীয় মিডিয়ায় এটি এসেছে। প্রথম কলকাতা নামক একটি দৈনিক হেডিং করেছে, আবার ঢাকার ইস্কন মন্দিরে হামলা! ভেঙ্গে ফেলা হলাে প্রাচীর, আহত বহু ভক্ত। হিন্দুস্থান টাইমস বলেছে যে, ঢাকায় ইস্কন মন্দির তছনছ৷ ওপিইন্ডিয়া এক্সকুলুসিভ রিপাের্ট করে বলেছে, ইসলামী জনতা বাংলাদেশে মন্দির ধ্বংস, মূর্তি ভাংচুর ও লুটপাট করেছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের উদৃতি দিয়ে এতে বলা হয়, একজন হাজী শফিউল্লাহ, ৬২ এতে নেতৃত্ব দেন। তাঁরা ‘আল্লাহু-আকবার শ্লোগান দেয়। ভিডিও-তে দেখলাম, জনতা নারায়ে-তকবির, আল্লাহু-আকবার’ শ্লোগান দিয়ে মন্দিরে আক্রমন চালায়।
এএনআই ১৮ই মার্চ টুইট বার্তায় জানায়, ১৭ই মার্চ রাতে ১৫০-২০০ মানুষ মন্দিরে হামলা চালায়। বিবিসি বাংলা যথারীতি নিউজটি টুইষ্ট করেছে। জি-নিউজ ইন্ডিয়া টিভি ভিডিও দেখিয়ে বলেছে, ২শ’ মানুষ ইস্কনের মন্দির আক্রমন করেছে। নিউজ ১৮ বলেছে, একশ’র বেশি মানুষ আক্রমন করেছে, ৩জন আহত। ইন্ডিয়া টুডে জানায়, আহত তিনজন হচ্ছেন: সুমন্ত্র চন্দ্র শ্রাবন; নিহার হালদার ও রাজীব ভদ্র।
ইন্ডিয়া টুডে হেডিং করেছে, হিন্দুদের কান্নায় জাতিসংঘ চুপ: হােলির দিন ঢাকায় মন্দির আক্রমণে কলকাতা ইস্কনের নিন্দা’। পত্রিকাটি বলেছে, প্রায় ২শ’ মানুষ ওয়ারীর ইস্কন রাধাকান্ত মন্দির আক্রমন করে। পত্রিকাটি জাতিসংঘ চুপ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। গত বছর (২০২১) দুর্গাপূজার সময় হিন্দুদের ওপর আক্রমণে ৩জন নিহত হবার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যােগাযােগ রাখছে বলেও এতে উল্লেখ করা হয়।
# guhasb@gmail.com;